নির্বাচিত হল ৩০টি দল

নির্বাচিত হল ৩০টি দল

topইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’র চূড়ান্ত পর্বের জন্য অ্যাপ নির্বাচনের প্রথম ধাপ শেষ হয়েছে। প্রাথমিকভাবে নির্বাচিত ১২৫টি দল (ধারণাপত্র) থেকে প্রতিযোগিতার পরবর্তী পর্বে অংশগ্রহণের জন্য ৩০টি দলকে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) স্থায়ী প্রাঙ্গনে দিনব্যাপী প্রতিযোগীদের প্রকল্প উপস্থাপনা শেষে জুরি বোর্ডের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ৩০টি দলের নাম ঘোষণা করা হয়।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলা, জীবন শৈলী(লাইফ স্টাইল), উপযোগীতা, ব্যবসা এবং অন্যান্য- এই বিষয়গুলোর ওপরে প্রতিযোগীদেরকে ১০টি ভাগে ভাগ করে বিচার প্রক্রিয়া পরিচালনা করা হয়। ১২৫টি দলের ৩৩৯ জন প্রতিযোগী তাদের ধারণাপত্রের বিস্তারিত তুলে ধরেন জুরি বোর্ড সদস্যদের সামনে।

প্রতিযোগীদেরকে অনুপ্রেরণা দিতে প্রত্যেকটি ভাগের দলগুলোর কার্যক্রম পরিদর্শণ করণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মেস্তফা ফারুক মোহাম্মদ, বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, এনএসইউ’র উপাচার্য আমিন ইউ আহমেদ, উপ-উপচার্য এ এন এম মেসকাত উদ্দিন, এথিক্স অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) পরিচালক এম এ মুবিন খান এবং নির্বাহী প্রধান নিজাম উদ্দিন আহমেদ।

ইএটিএলের পরিচালক মুবিন খান বলেন, “উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগতভাবে সম্ভব এমন দলগুলোই নির্বাচন করা হয়েছে।”

এছাড়াও তিনি বলেন, “অ্যাপস নিয়ে দেশের প্রথম এই বৃহৎ কার্যক্রমের মাধ্যমে আমরা তরুণ শিক্ষার্থীদের সৃজনশীলতাকে মূল্যায়ন করতে চাই।”

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক, বিজ্ঞান বিশেষজ্ঞ এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে গঠন করা হয় ৩৩ সদস্যের জুরি বোর্ড। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই কার্যক্রম। এই পর্বে অংশগ্রহণকারী ১২৫টি দলকে একটি করে সনদপত্র দেওয়া হয়।

পরবর্তীতে তিনটি গ্রুমিং সেশন ও প্রকল্প উপস্থাপনা শেষে এই ৩০টি দলের মধ্য থেকেই নির্বাচন করা হবে তিন বিজয়ীকে

বিজ্ঞান প্রযুক্তি