‘আসুন, বসুন, আলোচনা করুন’

‘আসুন, বসুন, আলোচনা করুন’

aligরাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সোমবার হরতাল বিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর যুবলীগ। এসময় সংলাপের জন্য বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, “আসুন, বসুন, আলোচনা করুন। জনগণকে নিষ্কৃতি দিন, জনগণের নিরাপত্তা দিন।”

তার ভাষ্যমতে, “বেগম জিয়ার মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের মুক্ত করা। তাই তিনি তত্ত্বাবধায়কের খাতা খুলে আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য চালাচ্ছে।”

যুদ্ধাপরাধীরা বিএনপির দোসর এমনটা উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, “খালেদা যা বলেন তার কর্মীরা করেন তার উল্টো। কিছুদিন আগে খালেদা তার বক্তব্যে সংখ্যালঘুদের প্রতি মমত্ব প্রকাশ করেছেন। অথচ গতকাল পাবনায় গোজব রটিয়ে তার কর্মীরা শত শত সংখ্যালঘুর ওপর আক্রমণসহ ৩টা মন্দির ভাঙচুর করেছে।”

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “এখন নির্বাচনের সময়, যুবলীগকে শৃঙ্খলা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে হবে। আমরা মানুষের কাছে মাথা যতো নামাবো তত আমাদের ভোট বাড়বে।”

হরতাল দিয়ে দলীয় কার্যালয়ে তালা বন্ধ করে বসে থাকায় বিএনপি নেতাদের বিদ্রুপ করেন মায়া।

ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ (দক্ষিণ) আয়োজিত বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ এবং দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটসহ মহানগর যুবলীগের অন্যান্য নেতারা।

রাজনীতি শীর্ষ খবর