মিশরে আকস্মিক সফরে কেরি

মিশরে আকস্মিক সফরে কেরি

kariমিশরের সব ধরনের সহিংসতা বন্ধের আহবান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সেইসঙ্গে দেশটিতে পরিপূর্ণভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার আহবান জানান। খবর বিবিসি ও এএফপি’র।

রোববার কায়রোয় আকস্মিক এক সফরে দেশটির সেনা সমর্থিত সরকার ও জনগণের উদ্দেশে এসব কথা বলেন জন কেরি। মুরসির বিচার শুরু হওয়ার ঠিক আগের দিন কেরি মিশর পৌঁছলেন।

মার্কিন পরাষ্ট্রমন্ত্রী হিসেবে মিশরে এটিই জন কেরির প্রথম সফর। গণতান্ত্রিক অগ্রগতির জন্য দেশটির সেনা সমর্থিত শাসকদের ওপর চাপ সৃষ্টির জন্যই এ সফর, মন্তব্য বিশ্লেষকদের।

কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র মিশরের সঙ্গে সম্পর্ক জোরদার করা ও দেশটিতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনার প্রেক্ষিতে দেশটির সরকারের পদক্ষেপ নিশ্চিত করতে তিনি এই সফর করছেন।

 

আন্তর্জাতিক