চীনের উত্থানে আঞ্চলিক নিরাপত্তা প্রশ্নে জাপান ও রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। শনিবার জাপানের রাজধানী টোকিওতে এই ঘোষণা দেয়া হয়ে দুদেশের তরফে।
রয়টার্সের খবরে বলা হয়, দুদেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রীদের যৌথ বৈঠকে রাশিয়া ও জাপান এই প্রথম যৌথভাবে কোন বৈঠকে মিলিত হয়।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের অবসান উদযাপনে রাশিয়া ও জাপান কখনো কোন চুক্তি বা সমঝোতায় যায়নি। সীমানা নিয়ে বিতর্কের কারণে কোন সমঝোতা হয়নি দুদেশের মধ্যে।
তবে রাশিয়া ওই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসাইল কর্মসূচিতে জাপানের ভূমিকার ব্যাপারে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে।
বৈঠকে রাশিয়া ও জাপান দুদেশের মধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার প্রশ্নে আরো আস্থা, বিশ্বাস ও সহযোগিতা বাড়ানোর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে।
একইসাথে উভয় পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর নিয়ে আলোচনার ব্যাপারে এই বৈঠক ইতিবাচক প্রভাব রাখবে বলে জানিয়েছে জাপান ও রাশিয়া।