পাকিস্তানি গায়িকা ও বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী রেশমা আর নেই। ক্যান্সারে কাছে পরাজিত হয়ে রোববার লাহোরের এক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার কণ্ঠস্বরে মাতোয়ারা ছিল উপমহাদেশের গান প্রিয় শ্রোতারা। যে কণ্ঠস্বর ভারত-পাকিস্তানের বৈরি সম্পর্ক ছাপিয়ে জায়গা করে নিয়েছিল দুদেশের শ্রোতাদের হৃদয়ে, সেই কণ্ঠস্বরেই বাসা বেধেছিল মরনব্যাধি ক্যান্সার। সেই ক্যান্সারে আক্রান্ত হয়েই মারা গেলেন রেশমা।
১৯৪৭ সালে ভারতের রাজস্থানের বিকানিরি জন্মগ্রহণ করলেও দেশ ভাগের পর পাকিস্তানে চলে যান। ১২ বছর বয়স থেকে গানে তার হাতেখড়ি। ১৯৬০ সালে পাকিস্তানের শতাধিক গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পান। ডাক আসে বলিউড থেকে। ‘লাম্বি জুদাই’, ‘হাও রাব্বা নেহি লাগতা দিল মেরা’, ‘দমা দম মস্তি কালান্দর’ মতো গান গেয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন।
১৯৮৩ সালে বলিউডের জনপ্রিয় পরিচালক সুভাষ ঘাইয়ের ‘হিরো’ সিনেমাতেও রেশমার গান বেশ সাড়া ফেলে দেয়। তার গান শুনে মুগ্ধ হয়ে ডেকে পাঠিয়েছিলেন ভারতরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সর্বশেষ বলিউডে ‘উও তেরা নাম থা’ সিনেমায় ২০০৪ সালে গান গেয়েছেন।