৩০৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে আশাজাগানিয়া। সাত ওভার চার বলের ওপেনিং জুটিতে এসেছে ৬১ রান।
এরপর ১৯ বলে ২২ রান করে ফিরে গেছেন জিয়াউর। তামিম ইকবালের বদলে দলে এসেছেন এই অলরাউন্ডার। সুযোগ পেয়েছিলেন দারুণ কিছু করার। কিন্তু পারলেন না অতিরিক্ত শট খেলার প্রবণতায়।
তারপরও প্রয়োজনীয় রান রেট বিবেচনায় ঠিকভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ১০ ওভার শেষে ৬ দশমিক সাত গড়ে বাংলাদেশের রান ৬৭, এক উইকেট হারিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩০৭/৫, ৫০ ওভার; রস টেলর ১০৭
বাংলাদেশ: ৬৭/১, ১০ ওভার; সামসুর ৩৯*, জিয়া ২২