আশরাফুজ্জামান ও মঈনুদ্দীনের ফাঁসি

আশরাফুজ্জামান ও মঈনুদ্দীনের ফাঁসি

ammএকাত্তরের দুই ‘বদর নেতা’ আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দীনকে যুদ্ধাপরাধ মামলায় ১১টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার দুপুরে এই দুইজনের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল।

তাদের বিরুদ্ধে থাকা ১১টি অভিযোগের মধ্যে সবগুলোই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ফলে তাদেরকে সর্বোচ্চ শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হয়।
এর আগে সকাল ১১টায় বিচারপতি ওবায়দুল হাসানের সূচনা বক্তব্যের পর রায় ঘোষণার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিচারপতি শাহিনুর ইসলাম ১৫৪ পৃষ্ঠার এই রায়ের রায়ের ৪১ পৃষ্ঠা সংক্ষিপ্তসারের প্রথম অংশ পড়েন। ট্রাইব্যুনালের অপর বিচারক মো. মুজিবুর রহমান মিয়া পড়েন রায়ের দ্বিতীয় অংশ।

এদিকে সূচনা বক্তব্যে ট্রাইব্যুনাল প্রধান ওবায়েদুল হাসান বলেন, “এ মামলার দুই আসামি পলাতক। রায়ের পর নিয়ম অনুযায়ী প্রসিকিউশন ও অ্যাটর্নি জেনারেলকে রায়ের সোর্টিফায়েড কপি দেওয়া হবে। আসামিপক্ষ রায়ের কপি চাইলে আগে তাদের আত্মসমর্পণ করতে হবে।”

প্রমাণিত অভিযোগগুলো হলো:

অভিযোগ ১:  ১৯৭১ সালের ১১ ডিসেম্বর আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের নির্দেশে ৭-৮ সশস্ত্র আলবদর সদস্য সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেনকে হত্যা।

অভিযোগ ২: ১৯৭১ সালের ১১ ডিসেম্বর এই দুইজনের উপস্থিতিতে আলবদর বাহিনীর ৮-১০ জন সশস্ত্র সদস্য পিপিআইর প্রধান প্রতিবেদক ও কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিসের স্টাফ রিপোর্টার সৈয়দ নাজমুল হককে হত্যা।

অভিযোগ ৩: ১৯৭১ সালের ১১ ডিসেম্বর তাদের নির্দেশে ৫-৬ জন সশস্ত্র আলবদর সদস্য দৈনিক পূর্বদেশের প্রধান প্রতিবেদক এএনএম গোলাম মুস্তাফাকে হত্যা।

অভিযোগ ৪: ১২ ডিসেম্বর এই দুইজনের নির্দেশে সশস্ত্র আলবদর সদস্যরা পিপিআইর মহাব্যবস্থাপক ও বিবিসির প্রতিবেদক নাজিম উদ্দিন আহমেদকে হত্যা।

অভিযোগ ৫: ১৩ ডিসেম্বর আশরাফ-মঈনুদ্দিনের উপস্থিতিতে একদল সশস্ত্র আলবদর সদস্য দৈনিক শিলালিপির সম্পাদক সেলিনা পারভীনকে অপহরণের পর হত্যা।

অভিযোগ ৬:  ১৩ ডিসেম্বর এই দুই আলবদর নেতার উপস্থিতিতে ৫-৬ সশস্ত্র সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, ড. সিরাজুল হক খান, ড. মো. মর্তুজা, ড. আবুল খায়ের, ড. ফয়জুল মহিউদ্দিন, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা ও ড. সন্তোষ ভট্টাচার্যকে মিরপুরের বধ্যভূমি এলাকায় নিয়ে হত্যা।

অভিযোগ ৭ : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তাদের উপস্থিতিতে ৭/৮ জন সশস্ত্র আলবদর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বাংলা বিভাগের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীকে হত্যা।

অভিযোগ ৮: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তাদের নির্দেশে ৩-৪ সশস্ত্র আলবদর সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও নাট্যকার মুনীর চৌধুরীকে হত্যা।

অভিযোগ ৯: ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর তাদের উপস্থিতিতে ৫/৬ জন সশস্ত্র আলবদর সদস্য দৈনিক সংবাদের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ কায়সারকে হত্যা।

অভিযোগ ১০: ১৫ ডিসেম্বর আলবদর সদস্যরা চিকিৎসক মো. ফজলে রাব্বিকে হত্যা।

অভিযোগ ১১: ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর সশস্ত্র আলবদর সদস্যরা এ দুইজনের নির্দেশে চিকিৎসক আলিম চৌধুরীকে হত্যা

বাংলাদেশ