জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ অথবা অপসারিত না হওয়ায় সর্বাত্মক ধর্মঘট শুরু করেছে শিক্ষক সমিতি।
শনিবার সকাল ৭টায় প্রশাসনিক ভবনের সামনে একত্রিত হয়ে ধর্মঘট শুরু করেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।
এদিকে দুপুর ১টায় সমাজবিজ্ঞান অনুষদের লাউঞ্জে এক সংবাদ সম্মেলন করে আন্দোলনের ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হবে বলে জানান শিক্ষকরা।
সকালে প্রশাসনিক ভবনের কর্মচারীরা গেইটের তালা খুলতে এলে শিক্ষকরা তাদের তালা না খুলতে অনুরোধ জানান। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসও ধর্মঘটের কারণে অচল রয়েছে।
শিক্ষকরা ভবনের সব কয়টি গেইটের সামনে অবস্থান নিয়েছেন। এছাড়া শিক্ষকদের বাধায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ চলাচল করতে পারেনি। তবে শিক্ষকরা এ ব্যাপারে অস্বীকার করেছেন।
ধর্মঘটের কারণ সংবলিত বেশ কিছু ব্যানার প্রশাসনিক ভবনসহ অনুষদ ভবনগুলোর সামনে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
ধর্মঘটের কারণে অধিকাংশ বিভাগেই ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয় নি। বন্ধ রয়েছে প্রশাসনিক কর্মকাণ্ডও। ফলে একাডেমিক ও প্রশাসনিকভাবে অচল হয়ে পড়েছে।
অন্যদিকে, এ আন্দোলন প্রত্যাহার না করলে বিশ্ববিদ্যালয়ের চাকরি বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তবে তার এ হুঁশিয়ারিকে প্রত্যাখান করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার।
তিনি বলেন, “উপাচার্য ‘স্বপ্নের স্বর্গে’ বাস করছেন”।