পাকিস্তানের এক রানের হার

পাকিস্তানের এক রানের হার

harrদক্ষিণ আফ্রিকার সাথে ওয়ানডে সিরিজে মাত্র এক রানে হেরে গেছে পাকিস্তান। টেস্ট সিরিজ ড্র করার পর হার দিয়ে ওয়ানডে শুরু করলো মেসবা-উল হকের দল।

ম্যাচে প্রথম ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা। ৪৯ ওভার পাঁচ বলে অল আউট হওয়ার আগে তারা সংগ্রহ করে মাত্র ১৮৩ রান। চারটি উইকেট নেন সাঈদ আজমল। এ ছাড়া তিনটি উইকেট দখল করেন শহিদ আফ্রিদি।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ওয়েনে পার্নেল।

প্রতিপক্ষে মাত্র ১৮৩ রানে বেধে ফেললেও ব্যাট হাতে ব্যর্থ পাকিস্তানকে হারতে হয়। পাক ওপেনার আহমদ শেহজাদ ৫৮ করলেও বাকি কেউ বড় ইনিংস খেলতে পারেননি। সেট হয়ে আউট হয়েছেন একাধিক ব্যাটসম্যান। ফলে পাকিস্তানকে থেমে যেতে হয়ে লক্ষ্য পূরণের এক রান আগেই।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ওয়েনে পার্নেল ও ইমরান তাহির।

ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম করা ওয়েনে পার্নেল ম্যাচসেরা নির্বাচিত হন।

 

খেলাধূলা