বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের দুপুর ৩ টার থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের কথা থাকলেও, দুপুর ২ টার কিছু আগে থেকেই নেতা কর্মীরা বিভিন্ন এলাকা থেকে ব্যানার সহকারে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে শুরু করেছে।
বৃহস্পতিবার সমাবেশ উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে দুইটি খোলা ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।
মঞ্চকে ঘিরে জাতীয়তাবাদী ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, কর্মজীবীদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ইতোমধ্যে সমাবেশ স্থলে এসে যোগ দিয়েছেন। এছাড়া মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এখনো সমাবেশ স্থলে আসছেন নেতাকর্মীরা।
অস্থায়ী মঞ্চের দুপাশে নাসির উদ্দিন আহমেদ পিন্টু ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মুক্তি দাবি করে বিভিন্ন প্লেকার্ড লাগানো হয়েছে। এছাড়াও নিরপেক্ষ র্নিদলীয় তত্ত্বাবধায়ক সরাকরের পুনঃবহালের দাবির পাশাপাশি বিএনপির বিভিন্ন নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন জাতীয়তাবাদী নেতাকর্মীরা।
সমাবেশস্থলে ইতোমধ্যে এসে পৌঁছেছেন মুগ্ধা থানা স্বেচ্ছাসেবক দল, কদমতলী থানা ছাত্রদল, শাহজাহানপুর থানা ছাত্রদল, শাহাবাগ থানা ছাত্রদলসহ দলটির ছাত্র সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ড ভিত্তিক নেতাকর্মীরা।
তত্ত্বাবধায়ক ইস্যুর পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, আব্দুস ছালাম, সৈদয় মোয়াজ্জেম হোসেন আলালসহ জাতীয় নেতৃবৃন্দের বাসায় ‘হামলা ও গুলি বর্ষণের’ নিন্দা জানিয়ে প্লেকার্ড ও ব্যানার বহন করছেন দলীয় নেতাকর্মীরা।
তবে সমাবেশস্থলে এখনো জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এর ছাত্র সংগঠন শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি।