‘সামনে দেশের খারাপ দিন আসছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাপ্তাহিক বাণিজ্য বিচিত্রা আয়োজিত জাল টাকা প্রতিরোধে গণসচেতনতা ও এর সৌন্দর্য অক্ষুন্ন রাখার উপায় শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘যেভাবে দেশে মূল্যস্ফীতি ঘটছে তাতে সুখী সমৃদ্ধ বাংলাদেশ ও ভিশন ২০২১ বাস্তবায়ন অসম্ভব হয়ে পড়বে। তবু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে দেশ পরিচালনা করে যাচ্ছেন। এ সময় তার পাশে দুঃসাহসী লোকের প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘দেশে যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ায় একে বাধাগ্রস্ত করতে দেশ ও জাতির বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে। এই বিচার না হলে দেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়ে যাবে।’
‘দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষায় মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য প্রয়োজন’ বলেও মন্তব্য করেন জলিল।
সাপ্তাহিক বাণিজ্য বিচিত্রার সম্পাদক শহীদুল্লা পাটওয়ারির সভাপতিত্বে বৈঠকে আরো বক্তব্য রাখেন জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. আবুল বারাকাত, বিএফইউজের সাবেক মহাপরিচালক আলতাফ মাহমুদ, ছেঁড়া টাকা ব্যবসায়ী সানোয়ার হোসেন প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ উপস্খাপন করেন দেশচিন্তা পত্রিকার নির্বাহী সম্পাদক কামরুদ্দিন হীরা।