‘জাতির স্বার্থে ফোনালাপ প্রকাশ করা হয়েছে’

‘জাতির স্বার্থে ফোনালাপ প্রকাশ করা হয়েছে’

dhasanদেশের জাতির স্বার্থেই দুই নেত্রীর মধ্যকার ফোনালাপ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

হাছান মাহমুদ বলেন, “দুই নেত্রীর মধ্যকার ফোনালাপ প্রকাশ করা উচিত হয়নি বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন। আমরা জানি না তাদের (দুই নেত্রীর) ফোনালাপ কিভাবে প্রকাশ হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর মধ্যে কোনো ব্যাক্তিগত আলোচনা হয়নি। দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থেই তাদের মধ্যে আলোচনা হয়েছে। তাই এই ফোনালাপ দেশের সম্পত্তি।”

এসময় বেগম জিয়ার বক্তব্য শুনে হতাশ হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, “বেগম জিয়ার বক্তব্য যতই শিষ্টাচার বর্হিভূত হোক না কেন আমাদের পক্ষ থেকে আলোচনার আহ্বান অব্যাহত থাকবে। ওনার (খালেদা) বক্তব্য শুনে আমরা হতাশ হলেও দেশ ও জাতির স্বার্থে তিনি যেদিন চাইবেন সেদিন আলোচনা হবে। তবে আলোচনা হবে সংবিধানকে সামনে রেখে।”

মন্ত্রী, এমপিদের বাড়ির সামনে বোমা হামলা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “নিউটনের সূত্র মতে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তেমনি যারা আমাদের বাড়ির কাছে বোমা মারতে কর্মী পাঠিয়েছিল তাদের বাসার ঠিকানাও আমাদের জানা আছে। কিন্তু আমরা কোনো প্রতিক্রিয়া করব না।”

“আগামী নির্বাচন হবে, কোনো সরকারের অধীনে নয়। শক্তিশালী ও স্বাধীন নির্বাচন কমিশনারের অধীনে” বলেন তিনি।

বিরোধী দলকে এই নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহ্বান জানান হাছান মাহমুদ

বাংলাদেশ রাজনীতি