আপিল করেছেন সাকা চৌধুরী

আপিল করেছেন সাকা চৌধুরী

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে আপিল করেছেন তার আইনজীবী।

মঙ্গলবার দুপুর ১টার দিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের পক্ষে মুক্তির জন্য আপিল করা হয়।

আপিল করার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

১ হাজার ৩শ ২৩ পৃষ্ঠার মোট ডকুমেন্টসহ এ মামলায় আপিল করা হচ্ছে। আপিলে অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদীন। মূল আইনজীবী হিসেবে শুনানি করবেন খন্দকার মাহবুব হোসেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ এ মামলায় আপিল করবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, “ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন তা বহাল রাখতে আমাদের বক্তব্য উপস্থাপন করবো।”

গত ১ অক্টোবর বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে গঠিত তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনাল সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

সাকার বিরুদ্ধে আনীত ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়েছে। আর বাকি ১৪টি প্রমাণিত হয়নি। প্রমাণিত অভিযোগগুলো হলো ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৭ ও ১৮ নম্বর। এর মধ্যে ৩, ৫, ৬ এবং ৮ নম্বর অভিযোগে তাকে (সাকা চৌধুরী) ফাঁসি আর ২, ৪, ৭ অভিযোগে ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ১৭ এবং ১৮ নম্বর অভিযোগে ৫ বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ