টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন এবি ডি ভিলিয়ার্স। প্রোটিয়া এই ব্যাটসম্যান তার সতীর্থ হাশিম আমলাকে হটিয়ে শীর্ষে উঠে এলেন। এর মাধ্যমে নিজের হারানো জায়গা ফিরে পেলেন তিনি।
এর আগে ২০১২ সালের এপ্রিলে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন ডি ভিলিয়ার্স।
ইনিংস ও ৯২ রানের ব্যবধানে দক্ষিণ আফ্রিকা কর্তৃক পাকিস্তানকে হারানোর পর সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। পাকিস্তানের সাথে এক জয় ও এক হারে সমতায় সিরিজ শেষ করেছে ডি ভিলিয়ার্সের দল।
৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে আবুধাবি টেস্ট সিরিজে আসেন ডি ভিলিয়ার্স। সিরিজে ১৬৪ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। ফলে ২৭ রেটিং পয়েন্ট অর্জন করেন এই ব্যাটসম্যান। এ ইনিংসের পর ইতিহাসের মাত্র ২৮তম ব্যাটসম্যান হিসেবে ৯০০ এর বেশি রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে এলেন তিনি।