প্রায় দু’ দশক ধরে ভারতের মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর তালিকায় রাজত্ব করেছেন সালমান খান। তবে এবার বোধহয় তার জনপ্রিয়তায় টান পড়তে চলেছে। সম্প্রতি মোস্ট ওয়ান্টেড ব্যাচেলার সংক্রান্ত একটি প্রতিযোগিতায় সালমানকে পিছনে ফেলে দিয়েছেন রণবীর।
শাদি ডট কমের ভোটে রণবীর সালমানের থেকে ৭০০০ ভোট বেশি পেয়েছেন। ২৪ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যেই রণবীরের জনপ্রিয়তা সব থেকে বেশি। মোট ভোটের ৩১ দশমিক ৪ শতাংশ পেয়েছেন রণবীর। সালমান খান পেয়েছেন ২৫ দশমিক ৬ শতাংশ ভোট। তৃতীয় স্থানে রয়েছেন রাহুল গান্ধী। পেয়েছেন ২১ দশমিক ৯৮ শতাংশ ভোট। ২১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন বিরাট কোহলি।
মহিলাদের মধ্যে সবথেকে বেশি ভোট পেয়েছেন দীপিকা পাডুকোন। তিনি পেয়েছেন ৩২ দশমিক ২ শতাংশ। ২৯.৭৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং ২০দশমিক ১৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন অনুষ্কা শর্মা ও ১৮ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।
সেলেব্রিটি ওয়াইফের তালিকায় শীর্ষে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি পেয়েছেন মোট ৩১ দশমিক ৪ শতাংশ ভোট। শাহরুখ খানকে পেছনে ফেলে সেরা সেলেব্রিটি হাজব্যান্ড হয়েছেন হৃতিক রোশন। হৃত্বিক পেয়েছে ২৯ দশমিক ১১ শতাংশ ভোট এবং দ্বিতীয় হওয়া শাহরুখ খান পেয়েছেন ২৭ দশমিক ৪ শতাংশ ভোট ও তৃতীয় শচীন টেন্ডুলকার পেয়েছেন ২৩ দশমিক ৩১ শতাংশ ভোট। এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ২০দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে অমিতাভ বচ্চন।