যান্ত্রিক ত্রুটির কারণে আবুধাবী থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’র একটি উড়োজাহাজ চট্টগ্রামে না গিয়ে ঢাকায় জরুরি অবতরণ করেছে।
শিডিউল অনুযায়ী, রোববার বিমানের ডিসি-১০ উড়োজাহাজটি আবুধাবী থেকে সরাসরি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু ডিসি-১০ উড়োজাহাজের ফ্লাইং সাপোর্টিং যন্ত্রাংশে (স্ল্যাট) ত্রুটি দেখা দেওয়ায় তা সকাল ৯টা ২২ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের প্রধান প্রকৌশলী দেবব্রত বনিক বিমানববন্দরের হ্যাঙ্গার থেকে জানান, ইচ্ছা করলে উড়োজাহাজটি চট্টগ্রামে অবতরণ করতে পারতো। কিন্তু ওখানে অবতরণ করলে ঢাকা থেকে প্রকৌশলী নিয়ে গিয়ে উড়োজাহাজটি মেরামত করতে অনেক সময় লেগে যেতো। এদিক বিবেচনায় বৈমানিক চট্টগ্রামে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানান, উড়োজাহাজটি কয়েক ঘন্টার মধ্যেই মেরামত করে ফ্লাইটে দেওয়া হবে। চট্টগ্রামের যাত্রীদের দুপুর দেড়টায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।