ফরাসি ও জার্মান মিডিয়ার পর এবার বোমা ফাটালো স্প্যানিশ গণমাধ্যম। মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ মাসব্যাপী স্পেনের ৬ কোটি ফোনালাপে আড়ি পেতেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
সাবেক মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা বিশ্লেষক এডওয়ার্ড স্নোডেনের দেয়া তথ্যসূত্রের ভিত্তিতে স্পেনের সংবাদ মাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করে।
তবে প্রতিবেদনগুলোতে বলা হয়, এনএসএ ফোন নম্বর ও সেগুলোর অবস্থান সংগ্রহ করলেও ফোনালাপ সংগ্রহ করা হয়নি।
ওয়াশিংটনের এক বৈঠকে ইউরোপিয় ইউনিয়নের সংসদের প্রতিনিধি দলের প্রস্তুতির নজদারি করতেই এমন পদক্ষেপ ছিল বলে জানায় বিবিসি।
ইতোমধ্যে, জাপানের কিয়োদো সংবাদ সংস্থা জানিয়েছে ২০১১ সালে জাপান সরকারকে তাদের ফাইবার কেবল ব্যবহারের অনুমতি চেয়েছিল যুক্তরাষ্ট্র।
ওই ফাইবার কেবলের মাধ্যমে চীনা নাগরিকদের ব্যক্তিগত তথ্যদির উপর নজরদারির উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের। তবে জাপান ওই ফাইবার কেবল এ বিষয়ে রাজি হয়নি।