রেলে রেড অ্যালার্ট

রেলে রেড অ্যালার্ট

trainরেলওয়েতে রেড এলার্ট, শনিবার থেকে সারাদেশে রেলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা আপাতত অনির্দিষ্টকালের জন্যে, নাশকতা ঠেকানোর লক্ষ্যেই এই এলার্ট, জানিয়েছেন কর্মকর্তারা।

বিরোধী দলগুলোর সাম্প্রতিক হরতাল-বিক্ষোভে বার বার আক্রান্ত হয়েছে রেল। ট্রেনে আগুন, স্টশনে বোমা, লাইনের ফিশপ্লেট ও রেল তুলে ফেলার মতো নাশকতা গত দেড় বছরে মারাত্মক ঝুকিতে ফেলে নিরাপদ বলে পরিচিত রেলযোগাযোগ ব্যবস্থাকে। গত দেড় বছরে এ ধরণের নাশকতায় প্রাণ গেছে ১৯ জনের। আর রুদ্ধশ্বাসে নামতে গিয়ে আহত হয়েছে ২৬৩ জন।

শনিবার লালমনিরহাট রেল বিভাগের ম্যানেজার এস এম মুরাদ হোসেন জানান,  পুরো রেল বিভাগে  অনিদিষ্টকালের জন্য সর্তকতা জারি করা হয়েছে।

বাংলাদেশ