সেরা ধনীদের তালিকায় শাহরুখ

সেরা ধনীদের তালিকায় শাহরুখ

srokবলিউড বাদশাহ শাহরুখ খান নামেই শুধু বাদশাহ উপাধি পাননি, কাজেও তার প্রমান দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তিনি দাপটের সাথে রাজত্ব করেছেন বলিউডে। ইন্ড্রাস্ট্রিতে বলিউড বাদশাহ নামে পরিচিত এ সুপারস্টার ধনরত্নের দিকেও এগিয়ে রয়েছেন। ভারতের শীর্ষ ধনীদের পাশে নিজের নামটি লেখিয়েছেন তিনি।

সম্প্রতি ভারতের সেরা ধনীদের তালিকায় উঠে এসেছে শাহরুখ খানের নাম। যাদের ব্যক্তিগত সম্পত্তি ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান বা তার বেশি তারাই এই তালিকায় ঠাঁই পেয়েছেন।

রেড চিলিজ এন্টারটেনমেন্টের অন্যতম মালিক শাহরুখ খানের বর্তমান ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের সমান। হারুন ইন্ডিয়া রিচ লিস্ট অনু্যায়ী তার স্থান এখন ১১৪তে।

এই বছর ভারতের অতিবিত্তশালীদের প্রথম ১০০ জনের মিলিত সম্পত্তির পরিমাণ ২৫০ বিলিয়ন মার্কিন ডলার। গত বছর এর পরিমাণ ছিল ২২১ বিলিয়ন মার্কিন ডলারের সমান।

এই বছরও ব্যক্তিগত ১৮ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি নিয়ে এই তালিকার শীর্ষে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। দ্বিতীয় স্থানে আছেন লক্ষ্মী মিত্তল। তার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। সান ফার্মাসিউটিকলের দিলীপ সাংভি সবাইকে অবাক করে দিয়ে গত বছরের থেকে নিজের সম্পত্তির পরিমাণ ৬৬ ভাগ বাড়িয়ে এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন।

গতবছর অতিবিত্তশালীদের তালিকায় মোট ১০১ জন ছিলেন। এই বছর সেই সংখ্যাটা দাড়িয়েছে ১৪১। আর এই ১৪১ জনের মধ্যে শাহরুখও রয়েছেন।

এদিকে শীর্ষ ধনীদের তালিকায় এসে শাহরুখের জয়জয়কারের পাল্লা আরেকটু ভারী হলো। এরআগে তিনি বিগ বি অমিতাভ বচ্চনকে পেছনে ফেলে সেরা আকর্ষনীয়ও ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন। শুধু তাই নয়, এই লড়াইয়ে পেছনে ফেলেছেন সালমান খান ও আমির খানকেও।

ভারতের ১৬টি শহরে এই জরিপ চালিয়েছে ট্রাস্ট রিসার্চ অ্যাডভাইজরি (টিআরএ) নামের একটি প্রতিষ্ঠান। সেই জরিপেই উঠে সেরা ব্যক্তিত্ব নির্বাচিত হয় শাহরুখ ।

বিনোদন শীর্ষ খবর