দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ৪

দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত ৪

songo১৮ দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে এ পর্যন্ত ৩ জন নিহত হয়েছে।

ফরিদপুরের নগরকান্দা সদরে হরতালকারীদের সাথে পুলিশের সংঘর্ষে মারুফ শেখ (২২) নামে একজন নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলা সদরের মিনার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত মারুফ শেখ নগরকান্দার মিনার গ্রামের রাজু শেখের ছেলে। তিনি একজন যুবদলকর্মী ছিলেন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে যশোরের অভয়নগরের নওয়াপাড়া ফেরিঘাট পুলিশ ফাঁড়ি এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন শিমুলকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে পিকেটাররা। সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক শিমুল জানান, বিএনপি-জামায়াতের মিছিল থেকে শিমুলের ওপর হামলা চালানো হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

অন্যদিকে পাবনার মুলাডুলিতে শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষ ও গুলিবিনিময়ে জুলহাস উদ্দিন মুন্না (২৮) নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিকে নিজেদের কর্মী বলে দাবি করে জামায়াত-শিবির।

ঈশ্বরদীর সহকারী পুলিশ সুপার শাহনুর আলম পাটোয়ারী জানান, রোববার বেলা ১২টার দিকে উপজেলার মুলাডুলি বাজারে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের সাথে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ সময় উপজেলা শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনসহ আরো ৫ জন আহত হন। এ ঘটনায় এক যুবক নিহত হয়।

এছাড়া পিরোজপুরের জিয়ানগর চরবলেশ্বর বালিপাড়া গ্রামে রোববার ভোরে শিবিরের হামলায় স্বপন শীল (২৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় দুই পায়ের গোঁড়ালির রগ কেটে দেওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে চিকিৎসকরা স্বপনকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি, ভোরে ঘর থেকে বের করে দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায় শিবিরকর্মীরা।

স্বপন শীল বানিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী। তার গ্রামের বাড়ি মঠবাড়িয়ায়

বাংলাদেশ