চঞ্চল চৌধুরীর হাতে পাঁচটি মার্বেল

ছোটবেলায় দুরন্ত স্বভাবের চঞ্চল চৌধুরী স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের নিয়ে মার্বেল খেলে দিন পাড় করে দিতো। বড় হয়ে উঠার পর শৈশবের স্মৃতি হিসেবে তিনি তিনটি মার্বেল আগলে রেখেছিলেন। কিন্তু একটা একটা করে তার মার্বেল হারিয়ে যেতে থাকে। আর তার জীবনে একটি করে ঘটনা ঘটতে থাকে। শেষে বাকি থাকে তার একটি মার্বেল। এই মার্বেলটাই তার জীবন সে চেষ্টা করে মার্বেলটি রক্ষা করার।

এভাবেই চঞ্চল চৌধুরীকে দেখা যাবে চ্যানেল আইয়ের ঈদের নাটক ‘মার্বেল’-এ। মীর সামী রচনায় এটি পরিচালনা করছেন কৌশিক শংকর দাস। নাটকটিতে চঞ্চল চৌধুরীর চরিত্রটির নাম রুদ্র। তার বিপরীতে এ নাটকে অভিনয় করেছেন ফারিয়া।
faria
‘মার্বেল‘ নাটকটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, আমরা সচারচর যে ধরণের গল্পে অভিনয় করি সেটা থেকে ‘মার্বেল’ নাটকের গল্প ভিন্ন। আশা করি কাজটি সবার ভালো লাগবে। আর এ নাটকে আমি এবারই প্রথম ফারিয়া ও কৌশিক শংকর দাসের সঙ্গে কাজ করছি। কাজটি আমার জন্য দারুণ উপভোগ্য হবে বলে আশা করছি। এ প্রসঙ্গে ফারিয়া বলেন, চঞ্চল ভাইয়ের সঙ্গে এবারই প্রথম কাজ করছি। তিনি একজন সু-অভিনেতা। নাটকটির গল্পও চমৎকার। সবমিলিয়ে আশা করছি, কাজটি ভালোই হবে।

৩১ অক্টোবর থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘মার্বেল’ নাটকটির শুটিং শুরু হয়েছে। এটি আসছে কোরবানির ঈদে চ্যানেল আইতে প্রচার হবে।

বিনোদন