‘বিরোধী দল নৈরাজ্যে বিশ্বাসী’

‘বিরোধী দল নৈরাজ্যে বিশ্বাসী’

moniবিরোধী দল নৈরাজ্যে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া না দিয়ে বিরোধী দল ও দলের নেতা বেগম খালেদা জিয়া আবারো প্রমান করেছেন তিনি সংঘাত আর নৈরাজ্য বিশ্বাস করেন।”

রোববার দুপুরে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর কার্যালয়ে বোমা হামলার প্রতিবাদে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ দক্ষিন আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া আল্টিমেটামের পর প্রধানমন্ত্রী টেলিফোন করে সমঝোতার উদ্যোগ নিয়েছেন। কিন্তু বিরোধী দলীয় নেত্রী সেই প্রস্তাব প্রত্যাখান করে জাতির কাছে ঘৃনার পাত্র হয়েছেন।”

“সারাদেশে হরতাল করে, আওয়ামী লীগ কার্যালয় এবং দলটির নেতাকমীদের বাসভবন ও কার্যালয়ে বোমা হামলা চালিয়ে প্রমান করেছেন তারা (বিরোধী দল) জঙ্গীবাদের রাজনীতিতে বিশ্বাস করেন” মন্তব্য করেন তিনি।

যুবলীগ দক্ষিনের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ সাধারন সম্পাদক হারুন অর রশিদ।

বাংলাদেশ রাজনীতি