‘নৈশভোজে আমন্ত্রণ শুধু বিএনপিকে’

‘নৈশভোজে আমন্ত্রণ শুধু বিএনপিকে’

asrafনৈশভোজে আমন্ত্রণ শুধু বিএনপিকে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। তিনি বলেন, “আগামী ২৮ অক্টোবর শুধুমাত্র বিএনপিকে নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়েছে ১৮ দলকে নয়। প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে বিএনপির যতখুশি নেতা-কর্মীকে আনতে পারবেন। তবে প্রধানমন্ত্রীর ওই নৈশভোজে বিএনপি ছাড়া ১৮দলের কোনো নেতা আসবে না।”

শনিবার প্রধানমন্ত্রীর সাথে বিরোধীদলীয় নেতার ফোনালাপের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আশরাফ বলেন, “আমরা আশা করব প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বিএনপি তাদের হরতাল প্রত্যাহার করবে। আর ২৮ তারিখে আলোচনায় অংশগ্রহণ করে দেশের চলমান সমস্যার সমাধান করবেন।”

তিনি বলেন, “আমরা সংঘাত চাই না, সমাধান চাই। এর আগে আমি চলমান সমস্যা সমাধানের বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলেছিলাম। আমরা চাই আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হোক।”

তিনি আরো বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে ফোন করেছেন। ফোনে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। ফোনে কথা বলার সময় বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করেননি বলেও জানান তিনি।”

বাংলাদেশ রাজনীতি