হাজার বছরের মমি

হাজার বছরের মমি

momiপেরুর রাজধানী লিমায় হাজার বছরেরও বেশি বয়সের দু’টি মমির সন্ধান মিলেছে। পূর্ণবয়স্ক মানুষের মমির সাথে একটি শিশুর মমি খুঁজে পাওয়ার এই ঘটনাকে গত ৩০ বছরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করছেন আর্কিওলজিস্টরা। খবর বিবিসি’র।

একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা খুঁড়ে মমি দু’টির সন্ধান মেলে, স্থাপনাটি খোঁড়ার কাজ চলছে ১৯৮১ সাল থেকে। গবেষকদের ধারণা, পূর্ণবয়স্ক মানুষটির মৃত্যুর পর শিশুটিকে বলি দিয়ে তার সাথে রাখা হয়। বলির বিভিন্ন উপকরণও পাওয়া গেছে মমির সাথে।

গবেষক গ্ল্যাডিজ পাজ বার্তা সংস্থা এএফপিকে জানান, মমি দু’টোই অক্ষত অবস্থায় পাওয়া গেছে। এই কারণেই পুরাতাত্ত্বিক খননের গত তিন দশকের ইতিহাসে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা।

বিজ্ঞান প্রযুক্তি