আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ অভিযোগ করে বলেণ, “খালেদা জিয়া মর্যাদা রক্ষা করতে জানেন না।”
রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী অবস্থান কর্মসূচির সমাবেশে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, “হরতাল অব্যাহত রেখে খালেদা জিয়া জাতির সঙ্গে প্রতারণা ও মোনাফেকি করেছেন। তিনি (খালেদা জিয়া) ২৫ তারিখে সমাবেশে বলেছিলেন সংলাপের প্রস্তাব দিলে হরতাল দেবেন না। কিন্তু প্রধানমন্ত্রী ফোন দিয়ে হরতাল প্রত্যাহার করে সংলাপের প্রস্তাব দিলেও তার গুরুত্ব দেননি তিনি। জনগণ এই প্রতারণা মেনে নেবে না”
তিনি বলেন, “খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিলেও তার মর্যাদা রক্ষা করা হয়নি। খালেদা ন্যূনতম সৌজন্যতাবোধও দেখাননি। হরতাল নৈরাজ্য করে সংলাপকে তিনি দূরে ঠেলে দিলেন। আইনশৃঙ্খলা বাহিনীই
এই হরতাল প্রতিহত করবে।”
সমাবেশে আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “বিএনপির জামায়াতের পেটের ভেতরে অবস্থান করছে। জামায়াতকে খুশি করার জন্যই তারা হরতাল অব্যাহত রেখেছে। আজকের পর থেকে সংলাপের ভবিষ্যত অন্ধকার হয়ে গেল।”
তিনি আরো বলেন, “বিএনপি-জামায়াত আইএসআই-এর প্রেসক্রিপশন অনুযায়ী চলছে।”
হরতাল প্রতিহত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে মাঠে নেমে গেছে। হরতালকারীদের কঠোর হাতে দমন করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল প্রতিহত করবে।”
আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম, আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।