শেয়ার হোল্ডারদের জন্য পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র ওয়েব সাইটে উল্লেখ রয়েছে, “তালিকাভুক্ত কোম্পানির মধ্যে এক কোম্পানি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এবং দুই কোম্পানি নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।”
শেয়ার হোল্ডারদের জন্য মালেক স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড দ্বিতীয়বারে অন্তর্বর্তীকালীন ২০০ শতাংশ নগদ, তিতাস গ্যাস লিমিটেড ৩৫ শতাংশ নগদ, ফু-ওয়াং সিরামিক ১০ শতাংশ স্টক, রহিম টেক্সটাইল ২৫ শতাংশ স্টক, ফাইন ফুডস ২ শতাংশ স্টক এবং শ্যামপুর সুগার মিলস ও জিলবাংলা সুগার মিলস নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হবে। এ জন্য মালেক স্পিনিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ ডিসেম্বর বেলা ১১টায় রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
তিতাস গ্যাসের এজিএম ২৪ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হবে এবং ৫ নভেম্বর প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট।
ফু-ওয়াং সিরামিকের এজিএম ২৬ ডিসেম্বর সকাল ৯টায় গুলশান-১-এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে হবে। কোম্পানির রেকর্ড ডেট ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
শ্যামপুর সুগারের এজিএম অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর সকাল ৯টায় রংপুরে শ্যামপুর সুগার মিলস ট্রেনিং কমপ্লেক্স-এ। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১২ নভেম্বর।
৩০ নভেম্বর সকাল ১০টায় জামালপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জিলবাংলা সুগারের এজিএম হবে। রেকর্ড ডেট ১২ নভেম্বর।
রহিম টেক্সটাইলের এজিএম ২৪ ডিসেম্বর সকাল ৯টায় ট্রাস্ট মিলনায়তন আয়োজন করা হয়েছে। এ কোম্পানির রেকর্ড ডেট ১২ নভেম্বর।
আগামী ৪ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জ-এর মানিকখালিতে অনুষ্ঠিত হবে ফাইন ফুডের এজিএম। এ প্রতিষ্ঠানের রেকর্ড ডেট আগামী ৩ নভেম্বর।