চীনের বিরুদ্ধে জাপান আরো কঠোর হওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজু আবে।
শনিবার দেশটির ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক সাক্ষাতকারে আবে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া ওই সাক্ষাতকারে আবে বলেন, চীন তার কূটনৈতিক লক্ষ্য অর্জনে যেভাবে শক্তি প্রয়োগ করছে তাতে এর বিরুদ্ধে জাপানকে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।
চীনের প্রত্যক্ষ এবং অনেক বেশি খোলামেলা পরিস্থিতিতে নিরাপত্তার প্রশ্নে এই অঞ্চলের নেতৃত্ব আসবে জাপান থেকে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতাদের সাথে বৈঠক করে আবে এমনটাই মনে করেন।
তবে চীনের একজন ঊর্ধ্বতন কূটনীতিক জানিয়েছেন, জাপানের যেকোন উদ্যোগই এই অঞ্চলে বরং উল্টো মারাত্মক ধরনের তৎপরতাকে গোপন করে ফেলতে পারে। য্টো আঞ্চলিক নিরাপত্তার জন্য ‘চরম বিপজ্জনক’ হয়ে উঠতে পারে।
দক্ষিণ-পূর্ব চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাপান ও চীনের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি চীন বিতর্কিত দ্বীপপুঞ্জে যুদ্ধ জাহাজ মোতায়েন ও প্রেরণের মাত্রা বাড়িয়ে দেয়ায় দুদেশের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে গেছে।