ক্যাম্পাস নিরুত্তাপ, বাইরে ককটেল

ক্যাম্পাস নিরুত্তাপ, বাইরে ককটেল

dabi১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে রোববার দুপুর পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ক্যাম্পাসের বাইরে শনিবার রাত থেকে বিচ্ছিন্নভাবে কয়েকটি ককটেল ফাটিয়েছে হরতাল সমর্থকরা।

ওই দিন রাত ৮টায় নীলক্ষেত থানার গেটে ২টি এবং রোববার বেলা পৌনে ১২টার দিকে নীলক্ষেত মোড়ে ৪টি ককটেলের বিস্ফোরণ হয়। এসব ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঢাবির প্রশাসনিক কার্যক্রম চালু থাকলেও একাডেমিক কার্যক্রম আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে। ফলে ক্যাম্পাসের টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে, হাকিম চত্বর, অপরাজেয় বাংলার সামনের বটতলায় শিক্ষার্থীদের উপস্থিতি কম রয়েছে।

হরতালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের টিএসসি, ভিসি চত্বর, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, নীলক্ষেত আবাসিক এলাকা এবং চারুকলার সামনে পুলিশ মোতায়েন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী শীর্ষ সাংবাদিকদের জানান, হরতালে যেকোনো ধরনের নাশকতা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাবি ছাত্রলীগের নেতৃত্বে ক্যাম্পাসে রোববার দুপুরে একটি হরতাল বিরোধী মিছিল বের করার কথা থাকলেও বেলা সাড়ে ১১টা পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

এদিকে হরতালে শাহবাগ মোড়, নীলক্ষেত মোড় এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে

বাংলাদেশ