দুই দিন মুলতবি থাকার পর নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশন বসছে রোববার বিকেল ৪টা ৩০ মিনিটে। স্পিকার ড. শিরিন শারমিন চোধুরী এ অধিবেশনের সভাপতিত্ব করবেন।
এর আগে বুধবার থেকে শুরু হওয়া অধিবেশনে বিরোধীদল যোগ দিলেও পরে তারা ওয়াক আউট করেন। বৃহস্পতিবারের অধিবেশনেও তারা অনুপস্থিত ছিলেন।
রোববারের দিনের কার্যাবিধিতে জনগুরুত্বসম্পন্ন নোটিশের ওপর আলোচনাসহ বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রির্পোট এবং কমিটির রির্পোট উপস্থাপন করা হবে।
এছাড়া শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধন ও সুরক্ষা সম্পর্কিত বিধান প্রণয়ণে আনীত একটি বিল ‘ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) বিল, ২০১৩’ উত্থাপনের জন্য বিলটি উত্থাপন করবেন।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিল এশিয়ান রি-ইন্সুরেন্স কর্পোরেশন বিল ২০১৩ উত্থাপন করবেন। এছাড়াও তিনি Grameen Bank Ordinance, 1983 (Ordinance No. XLVI of 1983) রহিত করণ এবং তা পুনঃপ্রণয়নের উদ্দেশ্যে ‘গ্রামীণ ব্যাংক বিল ২০১৩’ পরীক্ষাপূর্বক রির্পোট প্রদানের জন্য অর্থমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করতে সংসদে উপস্থাপন করবেন।
পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমদু ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সক্রান্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রণের সংশোধনীসহ একটি বিল ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) বিল, ২০১৩ উত্থাপন করবেন।
নবম জাতীয় সংসদের চলতি এ অধিবেশন শুরু হয় ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায়। অধিবেশন চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।