২২৫ তম ম্যাচের জন্যে প্রস্তুত চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগায় বর্তমান চ্যাম্পিয়ন বার্সার সাথে রিয়াল মাদ্রিদের খেলা শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ১০ টায়। খেলাটি সরাসির সম্প্রচার করবে ইএসপিএন।
এ দুই ক্লাবে খেলছেন বিশ্বের সেরা সেরা খেলোয়াররা। তাদের খেলা মানেই অন্য রকম তৃপ্তি।
বার্সা-রিয়ালের মুখোমুখি হওয়া মানেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো চোখ ধাঁধানো লড়াই। এছাড়াও দর্শকের নজর থাকবে নতুন দুই সেনসেশন নেইমার ও বেলের দিকে। আর বার্সার ব্রাজিলিয়ান তারকা নেইমার তো উন্মুখ হয়েই আছেন সামর্থ্যের প্রমাণ দিতে।
দু’দলের ২২৪ বার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে ৯০ বার জিতেছে রিয়াল, আর ৮৬টি বার্সা। জয় পেলে বার্সার সমান পয়েন্ট দখল করে চাপটাও কমিয়ে রাখতে চায় রোনালদোর রিয়াল। অন্যদিকে পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে রেখে শিরোপা অক্ষুণ্নের মিশনে এগিয়ে থাকতে চাইবে মেসি, নেইমাররা। সবমিলিয়ে জমজমাট এক ফুটবলের লড়াই দেখবে বিশ্ব ফুটবল প্রেমীরা।