খালেদাকে হাসিনার ফোন, সাড়া পাননি

খালেদাকে হাসিনার ফোন, সাড়া পাননি

fonপ্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে ফোন করা হয়েছে। কিন্তু কেউ ফোন রিসিভ করেনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মিডিয়া সহকারি মাহাবুবুল হক শাকিল।

শনিবার দুপুর সোয়া একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে খালেদা জিয়াকে ফোন করা হয়েছে। তবে শেখ হাসিনার এই ফোনে সাড়া মেলেনি খালেদা জিয়ার পক্ষ থেকে।

শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার পর্যন্ত সরকারকে সময় ‘বেঁধে’ দেন খালেদা। এই সময়ের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে না নিলে রোববার থেকে টানা তিনি দিনের হরতালের ডাক দেন তিনি।

রোববারের হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে রাজনৈতিক সহিংসতা শুরু হয়। ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নানা সহিংসতার মধ্যে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে এই ফোন দেন।

এ বিষয়ে মাহাবুবুল হক শাকিল বলেন, “চলমান রাজনৈতিক অনড় অবস্থানের নিরসন ঘটাতে আওয়ামী লীগের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলেও ওপাশ থেকে সাড়া মেলেনি।”

শনিবার সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করতে শিগগিরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে কথা বলবেন বলে জানিয়েছিলেন।

সুরঞ্জিত বলেন, “দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ও নিরাপত্তা নিশ্চিত করতে খালেদা জিয়ার সাথে শিগগিরই কথা বলবেন প্রধানমন্ত্রী। তবে এজন্য খালেদা জিয়াকে সন্ত্রাসী পথ পরিহার করে আলোচনায় এগিয়ে আসতে হবে।”

 

বাংলাদেশ