প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, “বিএনপি মানুষ হত্যা করার জন্য তাদের লোকদের প্রতি আহ্বান জানাচ্ছে। এজন্যই তারা দা-কুড়াল নিয়ে কর্মীদের বের হয়ে আসতে বলেছে।”
শুক্রবার রাত ১১টার দিকে জয় তার অফিসিয়াল ফেসবুক পেজে এসব কথা বলেন। তিনি প্রশ্ন তোলেন, ‘খালেদা জিয়া কেন সংলাপের দাবিতে হুমকি দেন, যখন আমরা সংলাপের জন্য তাকে বারবার আমন্ত্রণ জানাচ্ছি?” ‘কেন তারা সকল যুদ্ধাপরাধীর মুক্তি দাবি করছেন’ -এ প্রশ্ন তুলেছেন জয়।
ইংরেজি ও বাংলায় দেয়া সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি পরিবর্তন-এর পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
“The one difference between 1996, 2006 and today is that our Awami League Government has not attempted to rig any election. In 1996 the BNP did rig the Magura by-election. They then went on to rig the national elections even though they were the only party running. In 2006 they had re-written the voters’ list with at least 1 crore 40 lakh false voters. That is why the Awami League took to the streets. To protect YOUR right to vote.
Today we have had almost 6000 local elections in a completely free and fair manner. My mother herself has invited the opposition repeatedly to come to dialogue. So what is the need for the violence? In 2006 we had a Caretaker Government but then BNP Government took it over by force when Iajuddin skipped seven constitutional positions to make himself the head. So did having a Caretaker Government do any good?
In 2006 my mother had asked our activists to come to the streets with sticks and oars after the police ruthlessly beat up our activists and even Members of Parliament such as Saber Chowdhury and Sohel Taj during our peaceful protests. A police van even drove right over our activists killing them. Have people forgotten that? The BNP asked their activists to come out with axes and machetes. There is a big difference between sticks and oars and axes and machetes, which are weapons meant to kill. We only wanted our people to be able to defend themselves. The BNP is asking it’s people to kill.
Why is Khaleda Zia issuing threats demanding dialogue when we have repeatedly invited her for dialogue? Why are they throwing cocktails and bombs?
More importantly, why are they demanding the release of all war criminals?
১৯৯৬, ২০০৬ এবং আজকের মধ্য একটি পার্থক্য হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকার কোন নির্বাচনে কারচুপি করেনি। ১৯৯৬ সালে বিএনপি মাগুরা উপ-নির্বাচনে কারচুপি করেছিলো। এরপর তারা এককভাবে অংশ নেয়া জাতীয় নির্বাচনেও কারচুপি করেছিলো। ২০০৬ সালে এসে তারা ভোটার তালিকায় জালিয়াতি করে ১ কোটি ৪০ লাখ ভুয়া ভোটার তালিকাভুক্ত করেছিলো। যার কারণে আওয়ামী লীগকে রাজপথে আন্দোলন বেছে নিতে হয়েছিলো। শুধুই আপনাদের ভোটাধিকার রক্ষার জন্য।
আজ আমাদের প্রায় ৬০০০ স্থানীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। আমার মা নিজে বারংবার বিরোধীদলকে সংলাপে আসার আহবান জানিয়েছেন। তাহলে এই সহিংসতার প্রয়োজন কী? ২০০৬ সালে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিলো, কিন্তু বিএনপি সরকার গায়ের জোরে এটি দখলে নিলো ইয়াজু্দ্দিনের সংবিধানের ৭ টি ধাপ উপেক্ষা করে নিজেকে প্রধান উপদেষ্টা ঘোষণা করার মাধ্যমে। তাই, তত্বাবধায়ক সরকার কি ভালো কিছু বয়ে এনেছিলো?
২০০৬ সালে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনরত সংসদ সদস্য সাবের চৌধরী এবং সোহেল তাজের উপর পুলিশের বর্বরচিত হামলা হয়েছিলো, সেই সথা আমাদের কর্মীদেরও পুলিশ নির্মমভাবে পিটিয়েছিলো যার ফলে আমার মা আমাদের কর্মীদের লগি বৈঠা হাতে রাস্তায় বের হতে বলেছিলেন। একটি পুলিশ ভ্যান আমাদের কর্মীদের উপর দিয়ে চলিয়ে নিয়ে তাদের হত্যা করা হয়। মানুষ কি তা ভুলে গিয়েছে? বিএনপি তার কর্মীদের দা কুড়াল নিয়ে বের হয়ে আসতে বলে। লগি বৈঠা আর দা কুড়ালের মাঝে বিশাল পার্থক্য রয়েছে। দা-কুড়াল হত্যার কাজে ব্যবহার হয়। আমরা চেয়েছিলাম আমাদের কর্মীরা যেন শুধু আত্মরক্ষা করতে পারে। আর বিএনপি তাদের লোকদের বলছে হত্যা করতে।
কেন খালেদা জিয়া সংলাপের জন্য হুমকি দেন, যেখানে তাকে বারংবার আমন্ত্রন জানানো হয়েছে সংলাপে বসবার? কেন তারা ককটেল এবং বোমা ছুড়ে মারে?
সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেন তারা সব যুদ্ধাপরাধীর মুক্তি দাবি করে?”