ফজিলতুল কদরের ইন্তেকাল

ফজিলতুল কদরের ইন্তেকাল

khalammaবিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রাম মহিলা ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা সভানেত্রী বেগম ফজিলতুল কদর মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

আধুনিক বিজ্ঞানমনস্ক বেগম ফজিলতুল কদর ছিলেন একজন সুলেখক। ‘হাসনা হেনা’ ছদ্মনামে তার লেখালেখির শুরু। ছড়া ও কবিতার মধ্যদিয়ে তার কাব্যপ্রতিভার স্ফুরণ ঘটলেও পরবর্তীতে তিনি গদ্য রচনায় বেশ পারদর্শিতার স্বাক্ষর রাখেন। শতদল ফোটে মুগ্ধ হদয়ে, হীরা জহরত মোতি পান্না ও সনেটগুচ্ছ তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তার ঝরঝরে লেখনীর বেশ কিছু ছোটগল্প পাঠকের মন ছুঁয়েছে। মৌলিক রচনার পাশাপাশি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে তিনি প্রচুর প্রবন্ধ লিখেছেন। দৈনিক আজাদী, পূর্বকোণ ও নয়াবাংলায় এক সময় নিয়মিত লিখতেন তিনি।

বাংলাদেশের বিপুল সংখ্যক মুসলিম নারী পবিত্র হজ্জ্ব পালন করে আসলেও হজ্জ্বের আনুষ্ঠানিকতায় নারীর পালনীয় নিয়মগুলোর কোন সহজবোধ্য বই ছিলো না অনেক বছর। হজ্জ্ব পালন করতে গিয়ে তিনি বিষয়টি উপলদ্ধি করেন, আশির দশকে তিনি ‘স্ত্রী লোকের হজ্জ্ব’ নামক একটি বইয়ে নারীদের হজ্জ্ব প্রস্তুতি ও নিয়মকানুন বিস্তারিত তুলে ধরেন। পাঠকমহলে বইটি ব্যাপক সমাদৃত হয়েছে।

নীলা চৌধুরী নামেও বেশ কিছু লেখা আছে তার। শিশুদের জন্যে লিখেছেন ছড়ার বই ‘মন উড়ে যায় পাখির সাথে।’

তার স্বামী মরহুম বাদশা মিয়া চোধুরী ছিলেন চট্টগ্রামের ব্যবসাকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জ এলাকার শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের একজন।

বৃহষ্পতিবার বাদ জোহর চট্টগ্রামের বোয়ালখালীর খরণদ্বীপ মুন্সিপাড়ার পারিবারিক গোরস্তানে স্বামীর কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।

কল্যাণ পার্টির চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহম্মদ ইব্রাহিম, বীরপ্রতীক এক বিবৃতিতে বেগম ফজিলতুল কদরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন, সমবেদনা জানান শোকাহত পরিবারের সদস্যদের প্রতি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বেগম ফজিলতুল কদরের রূহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

চাঁদপুরের মরহুম মৌলভী এম আব্দুল্লাহ’র জ্যেষ্ঠ সন্তান বেগম ফজিলতুল কদরের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নইম পাটওয়ারী দুলাল। শোক বিবৃতিতে তিনি বলেন, দেশ একজন প্রজ্ঞাবান কর্মসাধককে হারালো।

শীর্ষ খবর