ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা বর্তমান সংবিধানকে তেজপাতার সাথে তুলনা করে বলেছেন, “আওয়ামী লীগ যেভাবে সংবিধান কাটছাট করেছে তাতে এটা এখন তেজাপাতার সংবিধানে পরিণত হয়েছে।”
শুক্রবার ১৮ দলীয় সমাবেশের সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ সংবিধানের দোহাই দিয়ে মাথায় তুলছে। কিন্তু তারা সংবিধানকে যেভাবে কেটে ছেটে ফেলেছে তাতে এটা এখন আর সংবিধান নেই। এটাকে যা ইচ্ছে তা্ করা হয়েছে। বিএনপি ক্ষমতায় আসলে এটাকে যুগোপযোগী করা হবে।”
তিনি আরো বলেন, “এই সরকারের এখন একমাত্র ভরসা পুলিশ, র্যাব ও বিজিবি।
তিনি এই তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন “আপনারা আওয়ামী লীগের র্যাব, পুলিশ এবং বিজিবি হবেন না।”
মুক্তিযুদ্ধে পুলিশ বিজিবির ভূমিকার কথা উল্লেখ করে খোকা বলেন, “মুক্তিযুদ্ধে পুলিশের বড় ধরনের ভুমিকা ছিল। রাজারবাগে পুলিশ পাকিস্তানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে অংশ গ্রহণ করেন। দেশ স্বাধীন করেত অন্যতম ভূমিকা রেখেছে।”
তিনি বলেন, “আওয়মী লীগ নামের এই লুটেরা, চোর বাটপাদের কথায় চলবেন না। এদের কথায় চললে পরিণতি ভাল হবে না।”