পরিস্থিতি যাতে ঘোলাটে না হয় সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের সমাবেশে তেমন বক্তব্য দেয়ার জন্য বিএনপি চেয়াপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে সমাবেশ করেন। এমন কোনো বক্তব্য দিবেন না সংলাপের পরিবেশ নষ্ট হয়। গণতান্ত্রিক পরিবেশ যেন নষ্ট না হয়। পরিস্থিতি ঘোলাটে না হয়।”
শুক্রবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, “অনেকে বলেছিলো, ২৫ অক্টোবরের পর দেশ অচল হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে, সরকার উৎখাত হবে কিন্তু কিছুই তো হলো না। দেশ সাংবিধানিক ভাবেই চলছে।”
এসময় তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তসহ আওয়ামী লীগের নেতাদের বাসায় ককটেল হামলার ঘটনার নিন্দা জানান।
সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকার নিয়ে প্রস্তাব দেয়ার জন্য বিরোধীদলকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, “আপনরা সংসদে গিয়ে প্রস্তাব দিয়েছেন। প্রস্তাবটি বিধি অনুযায়ী দেন। আপনাদের প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।”
শেষ মুহুর্তে এসে ১৮ দলকে সমাবেশের অনুমতি সরকারে দুর্বলতা কিনা?এমন এক প্রশ্নের জবাবে নাসিম বলেন, “তারা (১৮ দল) শান্তিপূর্ণ সমাবেশ করবে এমন নিশ্চয়তা দেয়ার পরেই তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। এটা সরকারের দূর্বলতা নয়, উদারতা।”
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আফম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম প্রমুখ।