‘আজই সরকারের বিদায় ঘণ্টা’

‘আজই সরকারের বিদায় ঘণ্টা’

partoসরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন। প্রশাসনকে লক্ষ্য করে তিনি বলেন, সরকারের কোন হুকুম মানতে প্রশাসন বাধ্য নয়। সরকারের হুকুম মানলে কাউকে ছেড়ে দেয়া হবে না, তা হলে আপনাদের জনগন ছাড়বে না।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দল আয়োজিত সমাবেশের বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জনগনের চাপের মুখে সমাবেশ করার অনুমতি দিতে বাধ্য হয়েছে, এভাবেই নির্দলীয় নিরপেক্ষ অন্তবর্তীকালীন সরকারের দাবী মানতে বাধ্য করা হবে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলীয় জোটের সমাবেশ বিজিপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, “আজকেই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। এখন শুধু জনগনের মুক্তির প্রয়োজন। যেদিন দেশনেত্রী খালদো জিয়া সরকার গঠন করবে সেদিনই মানুষের মুক্তি আসবে।

তিনি আরো বলেন, “শুধু তাই নয় সকল হত্যা নির্যাতনের বিচার হবে। হেফাজত ইসলামরে উপর যে গুলি চলেছে তার প্রত্যেকটি গুলির বিচার করা হবে। যতোই শক্তি প্রদর্শন করুন লাভ নেই। জনগণের শক্তির উপর কোন শক্তি নেই। জনগনের আন্দোলনের সামনে কিছুই টিকবেনা। তত্তাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোন নির্বাচন হবে না, হতে দেয়া হবেনা”।

শুকবার দুপুর ২ টায় ১৮ দলীয় জোটের মহা সমাবেশ হয়।

 

রাজনীতি