আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে রোববার এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, শহরের পুলিশ হেডকোয়ার্টারসের বাইরে গাড়ি পাকিংয়ের জায়গায় বিস্ফোরণটি ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ কমর্কর্তা এবং দুইজন বেসামরিক লোক রয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৯ জন।
কান্দাহার প্রাদেশিক সরকারের মুখপাত্র সাইসাল আহমেদ বোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের প্রচণ্ডতা সম্পর্কে সরকারের আরেক মুখপাত্র জালমালি আইয়ুবি বলেন, ‘বিস্ফোরণের শব্দে নিকটবর্তী ভবনগুলোর জানালার কাচ ভেঙে পড়েছে। ধারণা করা হচ্ছে, পার্ক করা গাড়িগুলোর মধ্যে কোনটাতে বোমা পাতা ছিল। দূর থেকে বিস্ফোরণ ঘটানো হয়েছে।’
এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। আর পুলিশ হেডকোয়ার্টারই হামলার লক্ষ্য ছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ।