গাজীপুরের শ্রীপুরে পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপুরণ দিবে ওই গার্মেন্টসের মালিক এবং বিজিএমইএ’র ইন্স্যুরেন্স থেকেও তাদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা দেওয়া হবে।
বুধবার সন্ধ্যায় বিজিএমইএ’র কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরবর্তী এক সংবাদ সম্মেলনে পলমল গ্রুপের এমডি নাসির শিকদার এ কথা জানান।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইদেরচালা এলাকায় পলমল গ্রুপের আসওয়াদ কম্পোজিট কারখানার দ্বিতীয় তলায় নিটিং সেকশনের কাপড় শুকানোর স্ট্যান্ডার্ড মেশিনের তাপ নির্গমনের পাইপ ফেটে অগ্নিকান্ডের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে বিশাল আকৃতির দুটি ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায়। অগ্নিকান্ডের প্রায় দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দীর্ঘ ১১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রন আসে। এ ঘটনায় কারখানার সহকারী ব্যবস্থাপক (এজিএম) রাশেদুজ্জামান মন্ডল (৩৩) ও তার ভাগ্নে নাঈমুর রহমান (২৬), নিটিং অপারেটর খলিলুর রহমান (২৬), রুবেল মিয়া (২৩), বুলবুল ইসলাম (২৯), মিনহাজুল হক (২৩) ও রাজু মিয়া (২১) নিহত হন।