ঈদের পর আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়কের দাবি আদায় করে নেওয়া হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক।
তিনি বলেন, “বিএনপি হামলা, মামলা, গ্রেপ্তারে ভয় করে না। জনগণের দাবি আদায়ে আমরা মাথা নত করবো না। ঈদের পর আমরা আমাদের দাবি আদায় করে নেব।”
বুধবার সকালে জাতীয় প্রেুসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংবাদপত্রের স্বাধীনতা ও বিপন্ন গণতন্ত্র, মানবাধিকার শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে মাহমুদুর রহমান মুক্তি সংগ্রাম পরিষদ।
জয়নুল আবদীন ফারুক আরো বলেন, “প্রধানমন্ত্রী সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে নৌকার পক্ষে ভোট চাইছেন। ভোট চেয়ে কি হবে। বিএনপিকে বাদ দিয়ে ভোট করতে পারবেন না। করতে দেওয়া হবে না।”
তিনি বলেন, “বেগম জিয়া নির্বাচন প্রতিহত করতে সংগ্রাম কমিটি ঘোষণা করছেন। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন ঘোষণা দিলে ভোটের বাক্স কেন্দ্রে নেওয়ার সুযোগ সরকার পাবে না।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়ে ফারুক বলেন, “আজ ও কাল সংসদ বসবে। এ দুই দিনের মধ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়কের বিল পাশ করে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।”
সংগঠনের সভাপতি মো. রেজাউল কবির শিকদার রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব এম আব্দুল্লাহ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মো. আনোয়ার।