মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
আব্দুল আলীমের বিরুদ্ধে ১৭টি অভিযোগের মধ্যে ৯টি প্রমাণিত হয়। গণজাগরণ মঞ্চের কর্মীদের দাবি এ অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
ইমরান এইচ সরকার বলেন, “যে অভিযোগগুলো এসেছে তাতে তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। কিন্তু রায়ে সেটা আসেনি। এ রায়ের বিপরীতে আইন অনুযায়ী আদালতে আপিলের বিধান রয়েছে। আশা করি, আপিল করা হবে। আমি বিশ্বাস করি, আপিলের মাধ্যমে তার সর্বোচ্চ সাজা হবে।”
বুধবার দুপুরে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার আগে আলীমের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই বিভিন্ন স্লোগান দিয়ে আবদুল আলীমের ফাঁসির দাবি জানান তারা।
কিন্তু আব্দুল আলীমের বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণজাগরণ মঞ্চের কর্মীরা