মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে ১৫টির মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত, ৬টি অভিযোগ প্রমাণিত হয়নি।
বুধবার বেলা পৌনে ১১টার দিকে তার বিরুদ্ধে ১৯১ পৃষ্ঠার রায়ের সার সংক্ষেপ পড়া শুরু হয়।
প্রথম অভিযোগ জয়পুরহাটের একটি গ্রামে লুণ্ঠন ও অগ্নিসংযোগ এবং দ্বিতীয় অভিযোগ ৩৭০ জনকে হত্যা ও এক জনকে জীবন্ত কবর দেওয়া প্রমাণিত হয়েছে।
এদিকে রায়ের আগে কোনো মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন ট্রাইব্যুনাল।
সকাল পৌনে ১০টার দিকে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালের প্রিজন সেল থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবদুল আলীমের যুদ্ধাপরাধের রায় ঘোষণা করবেন। অপর দুই সদস্য হলেন বিচারপতি মো.মুজিবুর রহমান মিয়া ও শাহিনুর ইসলাম।