ভারতের ২জি টেলিকম দুর্নীতি মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে অভিযুক্ত করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান সুব্রাহ্মনিয়ান স্বামী আদালতে আবেদন করেছিলেন, টেলিকম দুর্নীতির সঙ্গে চিদাম্বরম জড়িত এই অভিযোগে তাকেও দণ্ডিত করা যেতে পারে।
শনিবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই’র বিশেষ আদালত স্বামীর এই আবেদন খারিজ করে দিয়েছেন। শুনানি শেষে এ আদেশ দেন আদালতের বিচারক ওপি সাইনি।
২০০৮ সালে যখন তৎকালীন টেলিকমমন্ত্রী এ রাজা এই দুর্নীতি মামলার প্রধান আসামি। চিমদাম্বরম সে সময় অর্থমন্ত্রী ছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট ১২২টি টেলিকম লাইসেন্স বাতিলের আদেশ দিয়েছেন। এই কোম্পানিগুলো লাইসেন্স পেয়েছিল ২০০৮ সালে তৎকালীন টেলিকমমন্ত্রী এ রাজার সময়।
এসব লাইসেন্সধারী কোম্পানির সংখ্যা পাঁচটি। এর মধ্যে রয়েছে- নরওয়ের টেলেনর এবং আবুধাবির এতিসালাত।