আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারের সূচক পতনে লেনদেন শুরু হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই): বেলা ১১টা ৩ মিনিটে ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে ৩ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৭ পয়েন্টে আসে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত থাকে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময় মোট লেনদেন হয় ২৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই): বেলা ১১টায় সাধারণ মূল্য সূচক ৯ পয়েন্ট কমে ৭ হাজার ৪১৩ পয়েন্টে আসে। এ সময় পর্যন্ত লেনদেন হওয়া ৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত থাকে ৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয় ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।