বিশ্বের অন্যতম শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রযুক্তির দিক থেকে পিছিয়ে পড়ছে, এমনই শোরগোল উঠেছিল কয়েকদিন আগে। আর এরপরই সমালোচকদের সমোচিত জবাব দিতে চলছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস৷ ১৮ অক্টোবর ৮.১ অপারেটিং সিস্টেম আনছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট৷
প্রযুক্তি সংবাদ বিষয়ক এক জনপ্রিয় ওয়েবসাইটে এমন তথ্য পাওয়া গেছে। তারা জানাচ্ছে, উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা উইন্ডোজ ৮.১-এ আপগ্রেড করতে পারবেন একেবারে বিনামূল্যে৷ তবে, উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করতে হলে ১২০ ডলার দিতে হবে৷ উইন্ডোজ এক্সপি এবং ইউন্ডোজ ভিস্তাচালিত পিসি কিংবা ল্যাপিতে ব্যবহার করা যাবে না৷
এই ব্যাপারেই ওই ওয়েবসাইটটি আরো জানাচ্ছে, ইতিমধ্যেই উইন্ডোজ ৮.১-এর অর্ডার নেওয়া শুরু করেছে মাইক্রোসফট৷
উল্লেখ্য, উইন্ডোজ ৮ বাজারে ছাড়ার পর ওএসটির নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন ব্যবহারকারীরা৷ তার সমাধান করতেই উইন্ডোজ ৮.১ আনা হচ্ছে পুরানো স্টার্ট বাটন৷ যার মাধ্যমে ফের ডেক্সটপে ফিরে আসা যাবে৷