সুযোগ পেলে মালালাকে ফের হত্যার চেষ্টা করা হবে৷ এমনই হুমকি দিল তালিবান জঙ্গিরা। মালাকে হত্যা করতে পারলে নিজেদের গর্বিত বোধ করবেন বলে জানিয়েছেন পাকিস্তানে তালিবান শাখার মুখপাত্র শাহিদুল্লাহ শাহিদ৷
এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইসলামকে নীচু দেখানোর জন্যই মালালাকে হত্যার চেষ্টা করেছিল তালিবানরা৷ ইসলামকে বারবার ছোট করে দেখাতে চেয়েছে মালালা৷ মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে লড়াই করার জন্য তাঁকে হত্যার পরিকল্পনা করা হয়নি বলেও জানিয়েছেন ওই তালিবান জঙ্গি৷
গতবছরই তালিবানি জঙ্গিদের হামলার শিকার হতে হয়েছিল মালালাকে৷ লণ্ডনের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিল সে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষে সুস্থ হয়ে ওঠে সে৷
সম্প্রতি আত্মজীবনী প্রকাশ করতে চলেছেন মালালা৷ আই অ্যাম মালালা নামে এই আত্মজীবনীতে তালিবানদের আক্রমণ এবং তার পরবর্তী দিন গুলির বিভিন্ন ঘটনার বিবরণ রয়েছে ৷