ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাইয়ের সাহসিকতা ও গুণে মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে (বাকিংহাম প্যালেস) আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের নিমন্ত্রণ পেয়ে বাকিংহাম প্যালেস যাচ্ছে পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই।
রবিবার বাকিংহাম প্যালেসের একটি বিবৃতি থেকে জানা গেছে, একটি অনুষ্ঠানে মালালাকে নিমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং রানী। তার সাহসিকতায় অনুপ্রাণিত হয়েই দ্বিতীয় এলিজাবেথ তাকে নিমন্ত্রণ জানিয়েছেন বলেও বিবৃতি থেকে জানা যায়।
রানী এবং তার স্বামী ফিলিপ এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বহু শিক্ষক এবং শিক্ষাবিদ।
রাণীর এই আমন্ত্রণের খবর শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হিসেবে মালালার নাম ঘোষণার সম্ভাবনাকে নতুন করে প্রাণ দিচ্ছে। এ সপ্তাহের শেষ দিকে শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করার কথা।