চ্যাম্পিয়ন্স লিগ টি-২০’র ফাইনালে রাজস্থান রয়্যালসকে ৩৪ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো মুম্বাই ইন্ডিয়ান্স।
ফাইনাল ম্যাচের মূল আকর্ষণ ছিলেন শচীন ও রাহুল দ্রাবিড়। এই দুই ক্রিকেট মহারথীর শেষ ম্যাচ বলে সবার লক্ষ্য ছিলো তাদের ব্যাটের দিকে। কিন্তু এ দুজন তেমন কিছু করতে পারেননি। শচীনের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১৫ রান, আর দ্রাবিড় ফিরে দুই বলে মাত্র এক রান করে।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে ২০২ রান করে রাজস্থান রয়্যালস। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ডোয়াইন স্মিথ। রান স্মিথের চেয়ে কম করলেও দারুণ ব্যাটিং করেন রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েল। এ দুজন রান করেন যথাক্রমে ৩৩ ও ৩৭, বল খেলেছেন ১৪টি করে।
এরপর ২০৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৬৯ রানে অলআউট হয়ে যায় রাজস্থান। রাজস্থানের ইনিংস গুড়িয়ে যায় মূলত হরভজনের ঘূর্ণিতে। চার ওভারে ৩২ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। রাজস্থানের হয়ে ব্যাট হাতে দারুণ দুটি ইনিংস খেলেছেন অজিঙ্কে রেহানে ও স্যানজো স্যামসন।
উল্লেখ্য, এর আগে ২০১১ সালে এ আসরের শিরোপা জিতেছিলো মুম্বাই ইন্ডিয়ান্স।
মুম্বাই ইন্ডিয়ান্স: ২০২/৬ (২০ ওভার)
রাজস্থান রয়্যালস: ১৬৯/১০ (১৮.৫ ওভার)
ফল: মুম্বাই ইন্ডিয়ান্স জয়ী ৩৩ রানে।