রাজধানীর জুরাইনে লাবণী আক্তার (২৬) নামে দুই সন্তানের জননী গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তার স্বামী। লাবণী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাত ৩টার দিকে জুরাইন মেডিকেল রোডে এলাকার চাঁন মিয়ার ৫৯৩ নম্বর বাড়িতে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে লাবণীর স্বামী মানিক পলাতক রয়েছে। লাবণীর গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জের দোহারে।
লাবণীর মামতো ভাই নাহিদ সংবাদ মাধ্যমকে জানান, ৮ বছর আগে লাবণীর সঙ্গে মানিকের বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী মানিক যৌতুকের দাবিতে তাকে মারধর করতো। এরই ধারাবাহিকতায় রোববার গভীর রাতে লাবণীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে মানিক।
পরে আহতের পিতা হেলাল খান ও স্বজনরা জানতে পেরে লাবণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তিনি বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। মানিক দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত বলেও তিনি জানান।
চিকিৎসকরা জানিয়েছে, লাবণীর শরীরের ৫৩ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। তারপরও বিষয়টির খোঁজ নেয়া হচ্ছে।