আ.লীগের মেয়াদ ৪৮০ ঘণ্টা: আন্দালিব পার্থ

আ.লীগের মেয়াদ ৪৮০ ঘণ্টা: আন্দালিব পার্থ

partho-sylআর মাত্র ২০ দিন সময় আছে আওয়ামী লীগের, এরপরই তাদের বিদায় ঘন্টা বেজে যাবে।

শনিবার বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ১৮ দলীয় জোটের মহাসমাবেশে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা এমন দাবি করেন।

বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আওয়ামীলীগ সরকারের মেয়াদ আর ২০দিন, ঘণ্টার হিসেবে ৪৮০ ঘণ্টা। এর পরেই তাদের বিদায় ঘণ্টা বেজে উঠবে।’

পার্থ আরো বলেন, ‘আওয়ামী লীগ জনগণের কাছে উন্নয়নের ধারা অব্যাহত রাখার কথা বলে ভোট ভিক্ষা চাইছে। তাদের উন্নয়নের নমুনা জনগণ গত ৫ বছর দেখেছে। তারা আবারো ক্ষমতায় এলে উন্নয়ন নয়, বরং দুর্নীতিরধারা বহাল রাখবে।’

এছাড়াও এ জনসভায় বক্তব্য রাখেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, জামায়াতের কর্মপরিষদ সদস্য শামসুল ইসলাম এমপি, খেলাফত মজলিসের আমির মাওলান ইসহাক, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।

রাজনীতি