আইনিভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে কুমিল্লার রসমালাই, ঢাকার জামদানি

আইনিভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে কুমিল্লার রসমালাই, ঢাকার জামদানি

komilla-rosmalaiআইনিভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে  কুমিল্লার রসমালাই, নাটোরের কাঁচাগোল্লা এবং ঢাকার জামদানি শাড়ি৷ ‘ভৌগলিক নির্দেশক পণ্য আইন ২০১৩’ চূড়ান্ত অনুমোদন পেলেই আমাদের এই ঐতিহ্য সমূহ আইনি স্বীকৃতি পাবে৷

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই আইনটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন করার পরই মন্ত্রিপরিষদ সচিব মহম্মদ মোশারাফ হোসাইন ভূঁইয়া বলেন, মন্ত্রিসভায় অনুমোদন পেলেও আইনটি পাশের জন্য বাংলাদেশের সাংসদে যাবে৷ এই আইন কার্যকর হওয়ার পর কিছু কিছু পণ্যের ভৌগোলিক পরিচয় পাওয়া যাবে।

আমাদের দেশের তৈরি কাঁচাগোল্লা,রসমালাই, জামদানি, চমচমসহ নকশিকাঁথা দেশীয় শিল্প সংক্রান্ত ঐতিহ্যশালী সম্পদ গুলি বাজারজাত ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে৷

উল্লেখ্য, গত ১৫ জুলাই,‘ভৌগলিক নির্দেশক আইন-২০১৩’ প্রণয়ণ করে এই ঐতিহ্যগত সম্পদের স্বত্ব নিজেদের অধীনে রাখার সিদ্ধান্ত নেয় সরকার৷ ঐতিহ্যশালী মেধাতত্ব সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিতে ১৯৯৫ সালে স্বাক্ষর করেছে৷ আর নতুন এই আইনের মাধ্যমে কুমিল্লার রসমালাই, নাটোরের কাঁচাগোল্লা এবং ঢাকার জামদানি শাড়ির স্বীকৃতির জন্য তালিকাভুক্ত করতে ট্রেডমার্কের আবেদন করতে হবে৷

শীর্ষ খবর